মেঘ মাল্লার কাছে বলেছি আজো
বৃষ্টি নেমে প্রাণ মাতালো  ভালো;
যখন তখন সে দেয় মোরে পাল্লা
স্নিগ্ধ শীতল হাওয়ায় দোলায় সে
প্রকৃতির দোলনা।
ঝম ঝম বৃষ্টি , তানে তানে ছন্দে
কল কল ধ্বনিতে নাচিছে ভালো;
নদীনালা খালবিল চারিদিকে দেখ
আজ কল্লোলিত।
সবুজতায় কম্পন যেন তার ঝড়েরি
মত, ভিজায়েছে ধরা আজ পল্লবিত।


কারো  কথা মানে না , কোন বাধা
শোনে না, শুধু মাওলার অনুমতির
অনুগত,ঋতু মজিয়ে চলে ইচ্ছেমত।