কে মেয়ে তুমি অপলকে চেয়ে থাকি ডাকলে বুঝি আমায়
কেড়োনা দৃষ্টি আমারে!
তুমি আজকের নীলিমা, যেন হারিয়ে ফেলেছি নিজেকে;
তোমার মায়া ভরা দৃষ্টির অঘোরে, কেন জানি মনে হয়
চিনি তোমারে ।
আহ! মনে পড়ছেনা কোথায়, কোথায় দেখেছি তোমারে?
তুমি যেন আজকের  সপ্রতিভ  দিনের রবি, আমি বোবা
হাসি নিয়ে চেয়ে থাকি তোমার দিকে ।
তুমি হাসলে বলে  কালো  মেঘের মত মাথায় উটকানো  
চিন্তা গুলো গেল চলে ।
আমি যেন তার হাজার  বছরের অচেনা মানুষ, অকথিত
কিছু কথা খুঁজে নিতে চায় কিছু বলার ভাষা ;
আমি যেন স্তব্ধ তারি অকপটে  বুকের ভেতর কিছু কথা
কিলবিল করছিল, তুমি ধীরে  ধীরে আসছিলে  আমারি
দিকে।
মনে মনে আহ্বান করি, কি নামে ডাকব তোমায় আলেয়া?
"আলেয়া" নামটি মুখ থেকে আচম্বিতে বেরিয়ে গেল।
জবাব পায়নি তোমার মুখে,
কারণ বুকের ভিতর জোর ছিলনা ধুকধুকে আওয়াজটাতে।
পাশে থেকে শুনেছিল তোমার সাথে চলা পেয়াদার মেয়ে
সালেহা।
সে বলল,  
আরে পাগল উনি আমাদের জমিদারের একমাত্র কন্যা
রাজকন্যা তাহেরা।
একোন উদ্বেগ সৃষ্টি করলে তুমি রূপসী,রাজকন্যা তাহেরা
আজ বুঝি তুমিই আমার দীপ্রভাতে পবিত্র  আলোয় ঘেরা
আলেয়া।।