আপনি ততটাই সুন্দর হন যতটা আপনার দরকার / যতটায় আপনাকে মানায় ...বেশি কোন কিছু বৈরিতা বয়ে আনতে পারে ...
সুন্দর কখনো সৌন্দার্যে তথা অহমিকায়  প্রকাশ পায়না, ব্যবহার আর নৈতিকতার বিশ্লেষণে সঠিক দিকটাকে বিশ্লেষণ করাও সৌন্দার্যের মাঝে অন্যতম ...
বিধাতা আপনাকে/আমাকে ঠিক ততটুকুই দিয়েছে যতটুকু আপনার /আমার প্রয়োজন ...এর বাইরে যদি কোন কিছু খুঁজতে চেষ্টা করেন তবে একটিকে হারিয়ে অন্যটিকে প্রাধান্য দিতে হবে।
তবে বিপরীত দিক ভাবুন-
আপনি/আমি ততটুকু অসুন্দর যেমনটি আাপনার ব্যবহারে,
তবে আপনি /আমি চাইলে অসুন্দর ব্যবহারটাকে শুধরিয়ে সোন্দার্যের মাত্রা বাড়াতে পারি ,
কিন্তু আপনি/আমি যে বিষয়টিতে সুন্দর সে বিষয়টিকে শুধু বাড়াতে থাকলে হয়ত সুন্দরটাও অসুন্দর হয়ে যাবে আপনার/আমার সৌন্দার্যের মাত্রা কমে যাবে।।
এটাই আপনার ,আমার বাস্তবতা।।