এমন সকাল-
মেলেনি কখনো আগে,স্বপ্রতিভ দিনের আলো দেখলাম সকাল সাঁজে।
হাঁটতে হাঁটতে-
দিদমার দোকান পাড়াতলির পাশে, চায়ের সাথে একটি বিস্কুট যেমন
দারুন লাগে, তেমনি যেন হেমন্তের সকালে শীতের হাওয়া দোলে।
দিদমা বললেন-
কেমন আছেন দাদা নয়া পল্লী বাড়ি,  আমাদের ছেড়ে গিয়েছেনতো
বাপের নতুন বাড়ি।
বাবা আপনার-
অনেক বড় মনের মানুষ ছিলেন,  সব সময় ঊনি অন্যের উপকারে
ব্যস্ত থাকতেন।
আমার মনে পড়ে-
সেই দিনগুলি একাত্তরের যুদ্ধে যেদিন পাক-সেনাদের ভয়াল  ছোবলে
কেড়েছিল তার প্রাণ, বলেছিল আমি মরলেও শেষ হবেনা আমার দেশ
মাতৃকার সন্তান মুক্তি-বাহিনী করবে তোদের অবসান।


আজো আছে-
বাংলায় এমনি কিছু প্রাণ তারা জয়গান করেও জাগ্রত করে বাঙালির
মানবাত্মার সম্মান।।  


যারা ছিলনা সেদিন তারাও দেশ-প্রেমিক, যারা গায় দেশপ্রেমিকের
গান, ওরা দিতেও পারে ওদের মত নিজের আপন প্রাণ।।