নিশির পাখি রাতে ডাকে বিকালে দেয় ফাঁকি
দগ্ধ বুকে যন্ত্রনা দেয় জ্বালিয়ে জোনাক বাতি।
প্রেমের আঁশিবিশ কি নিভান যায় সুর দিয়ে -
সুরের ভুবনে সধবার বিরহ শুধু বাড়তেই থাকে
বাড়তেই থাকে।
জানি তুমি স্বর্গের রাজ্য দেখিনা স্বচক্ষে মনের
দেয়াল পাড়ি দিতে চাই রাখব বলে হৃদকক্ষে।
রাজকুমারী,রাজলক্ষী স্বরাজ্যে্র উত্তরাধিকারিণী
ভাবছি তন্নিবন্ধন;
অরণ্যানীর এই মেঠোপথ তোমার পরশে হোক
যদি হয় পরিবর্তন।
এই সাজানো বসুন্ধরায় চারিদিকে আজি তার
অনুরাগের কুসুমাঞ্জলি আর বিণায় বাঁজে আরতি
কি নামে ডাকি তোমায় প্রত্যুষের শুকতারাসম
প্রেমের সেঁজুতি।