হে প্রভূ আমি কি বলিবো তোমারে,
কতকাল ফরিয়াদ করিব তোমার দরবারে?
কোন দিন মুছবে না কি মোর নয়নের নীর?
নাকি কমবে না হৃদয়ে জমানো বেদনার ভির?

হে প্রভূ এতই করিলে তুমি মোরে হতভাগা,
নিদ্রাহীন নয়নে শুধু পাই আঁধারের দেখা।
কি পাপ করিয়াছি প্রভূ তোমার দরবারে?
সবাইকে দুরে সরাইয়া নিলে এক এক করে।


হে প্রভূ অগ্নি শিখায় ভরা মোর জীবন খানি,
দহনে ছাই সবই তবু সদা জ্বলে ধিকি ধিকি।
আমি কি বান্দা তোমার অধর্মী-অপামর?
কেন আজ জীবন মোর দুঃখের সাগর?


হে প্রভূ মোর দুঃখ যদি রাখো পর্বতের চুড়ায়!
সেও ভেঙ্গে ধূলাতে মিশবে, এজগৎ করবে হায় হায়!
গৃহহীন পাখি মোরে করিয়াছো ধরণীর তটে,
ব্যকুল হৃদয়ে অঝোর নয়নে কাঁদি, তবু সুখ নাহি জোটে।


হে প্রভূ তুমি দাওনি মোরে অর্থের ভাণ্ডার,
ভাগ্যহীন শূন্যময় জীবন করিয়াছো আমার।
পুণ্যের কাজ করিতে পারিনাই প্রভূ তোমার স্মরণেও,
তবে কি শান্তি পাইবোনা প্রভূ জীবনের পর মরণেও?


    ..................... *** .....................