রঙ্গীন আভায় ফুল ফুটেছে,
শুঁকনো গাছের ডালে।
খুশি হয়ে মন ময়ূরী,
নাচে তালে তালে।


হাজার স্বাদের গন্ধ ছড়ায়,
শুঁকনো গাছের ফুল,
জীবন তরী এবার বুঝি,
খুঁজে পেল কূল।


শুঁকনো গাছে ফুল দেখে,
অন্য গাছেরা সব হাসে,
পশু-পাখি অবাক হয়ে,
ভাবে বসে বসে।


ফুল এবার পাঁপড়ি ছেরে,
হাওয়ায় ভাসে দুলে।
শুঁকনো গাছ এবার বুঝি,
দুঃখ যাবে ভুলে।


শুঁকনো গাছ ফুলকে পেয়ে,
স্বতেজ হয়ে উঠে,
সারা জীবন রাখবে সে,
আপন করে বুকে।


আশাহীন ছিল গাছ,
ফুল আশার আগে,
ফুলকে পেয়ে গাছের মনে,
নব আশা জাগে।


ফুলের সাথে পাতা হবে,
গাছের ডালে ডালে।
সবাইকে সে ছায়া দিবে,
বায়ু দিবে ঢেলে।


মাটি থেকে নিবে জল,
সূর্য থেকে আলো,
তা দিয়ে বানাবে সে,
খাদ্য ভালো ভালো।


হঠাৎ করে ঝর উঠলে,
স্বপ্ন যায় ভেঙ্গে।
শুঁকনো ডালে ফুল নাই,
গাছ দেখে জেগে।


......... *** .........