চলরে চলরে চল, চলরে চলরে চল।
কোমর বেঁধে, মাথায় ভেবে, বুকে সাহস নিয়ে চল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
সামনে গেলে পাবি ফল পিছন হতে করিসনা ছল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
তোরাই গর্ব তোরাই বল, তোরাই দেশের যুবক দল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
তোরাই দেশের মনোবল, তোরাই জাতির শ্রেষ্ঠ কল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
করিসনা আর কোলাহল, সামনে গেলেই শতদল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
রাজনীতির যত ছল, করবি তোরাই সাফাই মল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।
তোরাই দেশের বাহুবল, তাইতো তোরা শ্রেষ্ঠ মহল।
চলরে চলরে চল, চলরে চলরে চল।


   .................... **.....................