আমি ডুবে আছি
কারণ আমি খুব সুখে আছি।
কবিতার শব্দ কারো দুঃখের ভাগিদার হতে চায় না।
দুঃখকে আলিঙ্গন করে সে দুঃখি হতে চায় না।
কিভাবে চাইবে?
চারিদিকে শীতের ছোবলে বৃদ্ধের মত জানু ঘেরে বসে পড়ে বার বার।
কবিতার শব্দের স্বাধীনতা খর্ব হয়ে গেছে
কবিতার চিবুক চেপে ধরেছে সমাজের কালো হাত
কে দেবে আমার কবিতার স্বাধীনতা!
কবিতাতো সর্ব ভাষায় কথা বলে।
সর্বপক্ষে গৃহীত হবে নাতো
এটাইতো চরম ভয়!