---------------আধমরা শার্দুল
              -----আজগর আলী
          রচনাকাল ২৬-০১-২০১৮খ্রিঃ


      এভাবে আর হবে না রে মাইদুল
কবিতা গানে আর জাগে না যুবকের প্রাণ
       বরং মান্দাতা আমলের চিঠি লেখ
            সকল তরুণের ঠিকানায়
বিশ্বজিৎ এর ছোপছোপ রক্তেমাখা চিঠি
  পাঠিয়ে দে রে সকল যুবকের আস্তানায়


               সোহাগি জাহান তনু
    মিতু খাদিজা সাগর রুনির ফিরিস্তি
            ছিড়ে ফেল রে মাইদুল
     শেয়ার বাজার রিজার্ভ ব্যাংক বীমার  
              ক্ষতি ভুলে যা রে আজ
                        বরং
  রাজপথে জীবন বিলিয়ে দেওয়া সকল-    
শহিদের রক্তভেজা শার্টের জোগাড় কর
   আর ইতিহাসের কবর খুঁড়ে বের কর
                দুরন্ত সব রানার


       এরপর একেক করে সকল জংধরা  
            যৌবনের বন্দরে পাঠিয়ে দেয়  ;  
   রক্তেভেজা শার্ট আর রক্তেমাখা সকল চিটি
        যেখানে অনন্ত প্রতীক্ষায় রয়েছে
          কোনো ক্ষ্যপাটে পোস্ট মাস্টার!


        শুনেছি ইয়াবার করাল প্রকোপে ;
          নেতিয়ে পড়েছে সকল বিষধর!
        দেখি শেষবারের মত রক্তের ঘ্রাণে
              জেগে ওঠে যদি অন্তত
            একটিও আধমরা শার্দুল!


-------------স্বার্থহীন জয়যাত্রা
                --আজগর আলী
         রচনাকাল ২৬-০১-২০১৮খ্রিঃ
  


  কতদিন একটা মায়াবী পর্দার অন্তরালে
      আবদ্ধ ছিলো হৃদয়ের বন্ধনগুলো,
        ঝাপসা অন্ধকারে ম্লান ছিলো    
                সম্পর্কের কানাগলি!
       হঠাৎ ঝড় এলো সম্পর্কের বন্দরে!
        ঘূর্ণাবর্তে উড়ে গেলো যত চোরাবালি,
      জমাট মরিচাগুলোও খসে পড়লো
                 মৃদুলা ঝড়ের তোড়ে।


       আবদ্ধ হৃদয়গুলো নোঙর ছেড়ে দিলো
                     প্রমোদ দরিয়ায়,
           মিছিলের অগ্রভাগে উড়লো যেন
                   ভালোবাসার নিশান!
         পাষাণ কূল ভেঙেভেঙে সফেদ  
             উর্মিমালায় ছেয়ে গেলো
                  জোয়ারের সর্বভাগ!


     হৃদয়সাম্পান পাল তুলে দিলো আবার
              ভালোবাসা সৌধের দিকে,
         সকল বাধার দেয়াল চূর্ণ হয়েছে
           সকল নিরাশা হয়েছে ফিকে!
              আবার কিছু হৃদয়ের চোখে!
       জল নেমে এলো মিলন বিরহের সুখে।


     সুতোহীন বুননে জমাট বেঁধেছে যে তারা
যোজন-যোজন দূরত্বেও যে আলগা হওয়ার নয়
                 এমন মায়াবী বন্ধন,
     এমন স্বার্থহীন জয়যাত্রা  কে দেখেছে
                           কখন!