আমার চলছে এখন ভয়াল দুর্দিন
চারিদিকে বাজছে ক্ষুধার মাতাল সাইরেন!
ক্ষুধার্ত নাগিনীর ফণার মত দাউদাউ করছে ঋণ


সংসার দুলছে উন্মাদ সাগরের অহিফেন ঘোরে!
ইয়াজুজ মাজুজ নিঃশ্বাস ফেলছে দোরে দোরে!
তুমি এসেছো এ সময়ে আমার ঘর আলো কোরে,


আমার হৃদয়ে ছুটছে অবিরত প্রেমের দুলদুল,
কী নাম দেবো হে তোমার ওগো প্রাণের বুলবুল?


দেখতে যেন তুমি আকাশের চাঁদ আজমাঈন
মনে প্রজ্বলিত হোক হেরার আলো তোমার
আত্মা  মুতমাঈন,
ক্ষুধিতের সকল আহাজারি রোনাজারি
দূর হোক তোমার আগমনে,
সকল প্রসংশা শুধুই তাঁর জন্যে ;
যিনি অসীম করুণাময় ও অপার মহান,
মোহাম্মদ জুনাঈদ আলী তোমার বড় ভাইয়ের নাম
তোমার নাম রাখলাম আহমেদ জুলকারনাঈন।