যুদ্ধতো যুদ্ধ'ই
যুদ্ধের কোন সময় নেই,সীমানা নেই, গণ্ডিও নেই
রাতে যুদ্ধ,দিনে যুদ্ধ, জলে যুদ্ধ, স্থলে যুদ্ধ
চোখের কোণায় কোণায় শুধুই যুদ্ধই খেলে,
বক্ষ পাঁজরে যুদ্ধের পাখি'ই আজ পাখনা মেলে
যুদ্ধের কোন নিয়ম নেই,নিয়ম থাকতেও নেই
যুদ্ধতো যুদ্ধই! নিয়ম থাকলে আবার যুদ্ধ কেন!!


নিয়মের শৃঙ্খল দীর্ণ করে, জীবনের মায়া সাঙ্গ করে,
সীমানার দেয়াল ছিন্ন করে দিনমান ক্ষণ ভুলে,
হে মুসলিম যুবা, হে কিশোর প্রাণ,
হে অরুণ খুনের তরুণ
ডাক দিয়েছে আজ মহাকাল
মহাযুদ্ধের দামামা বেজেছে ঐ
ঘন রণ-ভেরী ডাকিতেছে আজ
নাফের কিনারা আজ যেন মহা সিন্ধু
বিন্দু বিন্দু আমার ভায়ের প্রতিটি রক্তকণা
আজ ফণা তুলে দাঁড়াবেই----


প্রিয়ার কালো চোখ পড়ে থাক, পড়ে থাক
মহাপ্রেম মহাযুদ্ধ তোকে দিচ্ছে ডাক!
হাঁক, আবার হায়দরি হাঁক।
জালিমের জিন্দান ভেঙ্গে হোক খানখান,
তোর শমশির তোর খঞ্জর
কাটিবে আজ জালিমের গর্দান,
মুছে দিবে হায়েনার নাম ও নিশান।


তরাবি তরাবি আয় তোরা ডাকিতেছে মুসলিম
ওরা মজলুম ওরে তোর ভাই
চাহিতেছে খোদার মদদ, ওরে মরদ যত
মুসলিম আজ, রণ সাজে সাজ তোর ভাই চায়।


আজ প্রাণ বাজি রাখ, দিল কর কোরবান,
এক হাতে তরবারী আরেক হাতে কুরআন।
তাকবীর তাকবীর রোলে হাঁক তোল
কর শমশির উদ্যত,ওরে মনে কর চির উন্নত তোর শির।


নাফের কিনারা আজ রাঙ্গা
ভাঙ্গা কেল্লায় তোর নিশানা খানা টাঙ্গা,
তোর ঠিকানা আরাকানের জল,স্থল আর ডাঙ্গা,
ভাঙ্গা ভাঙ্গা পথ আজ মাড়া,
ওরে খাড়া কর তোর ভাঙ্গা নিশানা খাড়া,
দাঁড়া শিরদাঁড়া উঁচু করে দাঁড়া।
তোরা আজ একেকটা বীর,
কাশিম তারিক সালাদিনের শমশির,
তোদের নেতা ওমর খালিদ হামজা মহাবীর।


এমন সুগম পথ আর মিলিবে না এই ধরায়,
মানবতা মানব মরিতেছে আজ মনুষ্যত্ব খরায়,
ওরে দামাল এবার করবি কামাল
সামাল সামাল যুদ্ধ হবে
তাকবীর তাকবীর নারায়ে তাকবীর রবে-
আজ তোর নিশানা দে উড়াই।