আকাশ পথিক তুমি হেঁটে যাও কই
আমি তো একাকী এথা পড়েছি যে রই
নিয়ে যাও আমায় তুমি ঐ সুদূরে
যেখানে সুখ ভাসে ইথারে ইথারে


বেদনার নীলে ভিজে আমি হই হিম
তোমার সুখে আমি জ্বলছি অসীম
একটু সুখ যদি দিয়ে যাও ধার
জীবন মধুরভাবে হয়ে যাবে পার


দুধারে আগুন জ্বলে পরানে আমার
নেভে না কোনোভাবে হই যে অঙ্গার
কূলহীন জীবনের আমি যে নাবিক
বাইছি জীবন তরী দুখের প্রেমিক


সুখগুলো নিভে যায় দুখের অনলে
দুঃখরা জ্বলে উঠে দ্বিগুন হোমানলে
আকাশ ভেঙে পড়ো বারিধারা নিয়ে
ছলাৎ ছলাৎ সুখ যাও তুমি দিয়ে