এলিনা তোমাকে ভাববো বলে কতকাল ভেবে চলছি।
একটি মোক্ষম সময়ের প্রতীক্ষায়। যখন বুঝতে পারবে কতটা তোমার দিকে হেলে আছে আমার সবটুকুই।
এতগুলো রঙিন হাতের ঝলসানি। জানি না তুমিও ভাবো হয়তো কাউকে!


রেল লাইনের মত দীঘল সময়। ফুরায় না আর। নোঙর ফেলে আছি অজানা দ্বীপে। এলিনা। এতটা সহনশীল আগে কখনোতো ছিলাম না!


এভাবেই কতগুলো বসন্ত ঢুকে গেছে ঘড়ির কাঁটার ফাঁকে। তোমাকে ভাবা আর হলো না। এলিনা। নিয়মমাফিক ফুলগুলো ফোটে আর ঝরে। তোমাকে যে ফুলটি দেবো বলে ঠিক করি! ঠিক মুকুলেই ঝরে যায় সেটি। ফুল হয়ে আর ওঠে না। একদিন ইলেক্ট্রিক তারে একটি বাদুড় মরলো বলে ভাবতে ভাবতে কাটিয়ে দিয়েছি তিন তিনটি বছর! আগর-বাগর কতকিছুই ভাবতে হয় প্রয়োজনে!অপ্রয়োজনে। শুধু তোমাকে ভাবার যুৎসই সময়টুকুই জোটে না!


এ অন্তহীন প্রতীক্ষার শেষ কোথায়? এলিনা! কেউইতো  আর বলে না। শুধু আঙুল  তুলে সবাই আকাশের দিকে! শুধু তিনিই নাকি বোঝেন তোমাকে। তিনিই বোঝেন শুধু কখন জোয়ার আর কখন ভাটা চলে তোমার জনপদে। ঠিক কোন ছলকে তোমাকে নিয়ে একটু ভাবতে পারলেই; পৌঁছানো যেতে পারে তোমার বন্দরে!


এলিনা তোমাকে ভাবার চেয়ে বরং এখন আমি আকাশের সাথে সমঝোতা করি। এতগুলো ব্যর্থ বসন্তের হাহাকার। এতগুলো বিবর্ণ সময়ের ভার।
নিমিষেই চুকে যেতো সব হিসেব । এলিনা। তোমার হৃদয় বরাবর আকাশ নির্ণিত  মানচিত্রের পথ ধরে।