-আজগর আলী/ কল্পিত একজন


ক) জীবন মানেতো বেঁচে থাকা, একা একা কিংবা থোকা থোকা/
জীবন মানে সৃজনশীল প্রশ্নের একেকটি
উত্তর! এর মানে! থাকে না কোথাও লিখাজোকা/


খ) দুর!  হলো না তোমার
জীবনের মানে তো একদমই  সোজা!
জীবন হলোতো সুখ দুঃখের সন্মিলিত বোঝা /
জ্যামিতিক গাণিতিক অানুপাতিক পৌনঃপুনিকহারে বণ্টিত, কী দারুণ সোজাসোজা!/


ক) জীবন মানেতো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাই না?
কাল কী হবে তাতো আজ বলা যায় না/


খ) নাহ না নাহ
এসব তোমার  ছেলে ভুলানোর বায়না/
জীবন হলো প্রাণের প্রতিবিম্ব সুখদুখের আয়না/


ক) হলো তো
আজ রয়েছো সুশোভিত পরেছো সোনারূপা হিরেচুনির গয়না/
কবি বলেন কোপালে সবার আবার সুখ নাকি সয়না/


খ) দুর ছাই
আমি যাই বলি তুমি শুধু বলে দাও নাহ তোমার হয় না/
জীবন হলো সুখদুখের বোঝাপড়া, মেনেনেয়া যদিও অনেক  কিছুই মেনেনেয়া যায় না/


ক) তবে!


খ) তবে কী


ক) আমার কাছে জীবনের আরেকটা মানে
আছে


খ) বলো দেখি বলো, বলো না


ক) জীবন মানে জীবনানন্দের কবিতা বার বার ফিরে আসা জীবন হয়ে জীবনের টানে জীবনের কাছে।


খ) হ্যাঁ
এখানে তোমার আর আমার ভাবনার কিছু
মিল আছে।