কাঁচা মাংসের বুনো ঘ্রাণে
স্বদেশী শকুনেরা নাচে তুমুল উল্লাসে
লাশের মিছিলে যোগ দেয় অবুঝ কচি সোনা
চাঁদমুখো কিশোরীদের যোনি ব্যবচ্ছেদ করে
সভ্যতার ডোমখানা
খুশিতে আটখানা হয় আদিম আদম
বিকৃতঘাতে ;
বেদম কোঁকিয়ে ওঠে মাটিদের শরীর
বিদঘুটে হয়ে গেছে মানবতার প্রকৃতি
মেঘের পাহাড়ে লুকিয়েছে সুষমা চাঁদ
সূর্যেরা হারিয়েছে জ্যোতির তীব্রতা
বসে গেছে আজন্ম খরস্রোতা নদী


রাজতোষণে ব্যস্ত রয়েছে অগণন ফেউ
অবিশষ্ট মানুষ!
সবাইতো বেহুশ
আকাশ ছোঁয়ার উন্মাদনায়
আশপাশে তাকায়  না আর কেউ


চারদিকে হা করে প্রাচীন ভ্যাম্পায়ার
গোগ্রাসে গিলে খায় রক্তের স্রোত
শুকরের ঘোঁৎঘোঁৎ আওয়াজ বাজে
মাইক্রোফোনে
খেয়ে ফেলা হয় শিশুদের নির্মল হাসি
বাতাসে ভাসে কেবল হায়েনার দাঁত
একলক্ষ সাতচল্লিশ হাজার
সাতশত বিশ বর্গকিলোমিটার
এখন যমের ঘর; মৃত্যুর ফাঁদ


বরফের নদীতে মিশে যায়
অজস্র অশ্রুর রাশি
তবুও অভাগা আমি শুদ্ধস্বরে চিৎকার করে বলি
আমার সোনার বাংলা ;
আমি তোমায় ভালোবাসি