আমিই ভগবান!
আমিই শক্তি; সেই অহমমাখা শ্লেষ
মানুষ মনুষ্যত্ব করি দলাই মলাই
মানবতার শেষ অধিকার করি নিরুদ্দেশ

আমিই ভগবান আমিই সেই ভয়াল বিদ্বেষ
আমার প্রকোপে বিপাকে সভ্যতা
পৃথিবীর হাল ত্রাহিত্রাহি আর হা-হুতাশ

আমিই ভগবান আমিই করাল গ্রাস
দলে যাই নারী শিশু যত
মুসা মোহাম্মদ যিশুও করি নিঃশেষ

আমিই ভগবান আমিই সবিশেষ
সভ্যতার বুকে এঁকে দেই ভয়াল দুর্ভিক্ষ
আমার ক্ষমতার নেই শেষ

আমিই ভগবান আমিই মহা খুনি
খুন করি যত বিশ্বজিৎ ইলিয়াস আলী
আর খুন করি সাগর রুনি

আমিই ভগবান আমিই সব জানি
সাতান্নজন সেনা অফিসারের
কারাইবা আসল খুনি

আমিই ভগবান আমিই মহান দরবেশ
শেয়ার বাজার ব্যাংক বীমা গিলে
ধরে থাকি সাধুর বেশ।

আমিই ভগবান আমিই মহা ক্ষুদ্ধ
লাগিয়ে রাখি ইরাক সিরিয়া আফগানে
মানব বিধ্বংসী যুদ্ধ

আমিই ভগবান আমিই সুমহান
যুদ্ধে হত মানুষের গণকবরে
বিপনন করি তরতাজা প্রাণ

আমিই ভগবান আমিই মহান  ত্রাতা
শরণার্থী শিবিরের কুঠুরিতে
মানবতা করি ফেরি ; আমিই সাজি দাতা

আমিই ভগবান আমিই রিযিকদাতা
সিন্ডিকেটের কুশীলব আমি
মূল্য বসাই মন চায় যা তা

আমিই ভগবান আমিই বিশ্বশান্তির তাজ
মন চায় যা তাই করি আমি
আবার
পৃথিবীর বুকে পুঁতে দেই আমি চিরঅশান্তির বীজ

শুনে রাখ হে মানুষ!
হ্যাঁ আমি আমিই ভগবান  আমিই ভগবান!
যারে খুশি দেই কাড়িকাড়ি সম্মান
আবার যারে খুশি তারে করি মহা অপমান।