আমি এক ক্ষণজন্মা খরস্রোতা
প্রবাহিত নদীর স্রোত তোমাদের-
চরাচরের অযাচিত অতিথিসম,
আজ আরেকবার ভালোবাসার কথা বলছি।
ক্রমাগত ধাবমান সভ্যতার ক্রান্তিকালে-
আমি আর এক বারের মত-
ভালোবাসার দাবি জানাচ্ছি।
আমি নীলাভ বিষের চেয়ে
আকাশের নীলিমার কথা বলছি,
আমি কর্কশ কাকের চেয়ে -
কালো কোকিলের সুমধুর কণ্ঠের কথা বলছি,
অনাগত ভবিষ্যতের জন্য -
একটি শংকাহীন সুশৃংখল বিশ্বের স্বপ্ন আঁকছি,
আমি শ্রেণি বৈষম্যহীণ একটি
সমাগত বিশ্বের স্বপ্নের কথা বলছি,
আমি ধর্মের খড়খমুক্তি আন্দোলনের এক সিপাহসালারের স্বপ্ন দেখছি,
হ্যাঁ আমি আবারো ভালোবাসার কথাই বলছি।
অনেকে অনেক কথা বলে
আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখায়,
অশান্ত মনে শান্তির পায়রা উড়ায়,
আমি আজ ভালোবাসার স্বপ্ন দেখাবো।


যে ভালোবাসতে জানে না
তার অন্তর মরু হবে,
যে ভালোবাসতে জানে না
তার চলার পথ সরু হবে,
যে ভালোবাসতে জানে না
সে দুঃস্বপ্নের পাহাড় বয়ে বেড়াবে,
যে ভালোবাসতে জানে না
সাত সমুদ্রের মাঝেও মরু সাহারা মাড়াবে।


আমি অথৈ সাগরে ডুবন্ত মানুষের
বেঁচে যাওয়ার কথা বলছি--
আমি খাদের কিনারে অপেক্ষমান
মৃত্যুর দুয়ার থেকে-
ফিরে আসা মানুষের কথা বলছি।


আমি ঘৃণার বিষবাষ্পে ধুমায়িত কুণ্ডুলিতে
হঠাৎ হিমশীতল বাতাসের কথা বলছি,
আমি সমুদ্রে সৃষ্ট ক্রমাগত নিম্নচাপের -
আবহে দশ নম্বর বিপদসংকেতের মধ্যে -
এক চিলতে রোদের কথা বলছি,
হাজার মাইল অতিক্রান্ত পথিকের জন্য
দুটো খুরমা আর এক মশক
শীতল জলের কথা বলছি---


যে ভালোবাসতে জানে না
তার মলিন মুখে ধ্বংস খচিত,
যে ভালোবাসতে জানে না
তার বুকে বিষাদের সিন্ধু রচিত,
যে ভালোবাসতে জানে না
তার কোন কামনা থাকতে পারে না,
যে ভালোবাসতে জানে না
তার মরনোত্তর কষ্ট নিঃসীম,
যে ভালোবাসতে জানে না
তার আত্মা মৃত্যুর প্রশান্তি লাভে না,
যে ভালোবাসতে জানে না
তার রুহ দেহ ত্যাগ করে না,
আমি আবহমান অশান্ত বিশ্বে একখণ্ড
প্রশান্ত ভুখণ্ড খুঁজছি,
আমি সিমারের বুকেও একচিলতে
ভালোবাসার উন্মেষ খুঁজে ফিরছি,
আমি হাবিয়া দোযখের মধ্যে -
স্রষ্টার একটু করুণার জাক্কুম পানীয় খুঁজছি,
আমি নিষিদ্ধ পল্লিতে দেহপ্রসারিনী
রমণীদের জীবনযাত্রার কথা বলছি,
আমি মানুষ হয়ে মানুষের তরে সল্পলাভে
ভালোবাসা বিপণনের কথা বলছি---
আমি আসলেই আরেক বারের মত
ভালোবাসার কথাই বলছি।
যে ভালোবাসতে জানে না
সে যুদ্ধে যেতে পারে না,
যে ভালোবাসতে জানে না
সে কবিতা শুনে না,
যে ভালোবাসতে জানে না
সে দায়ীত্ব নিতে পারে না,
যে ভালোবাসতে জানে না
তার পিছুটান থাকে না,
যে ভালোবাসতে জানে না
তার আত্মা শুদ্ধি লাভে না,
যে ভালোবাসতে জানে না
তার প্রশান্তি মিলে না,
আমি আবারো ভালোবাসার কথাই বলছি।
মহা সমুদ্রে ভাসমান দিকভ্রান্ত নাবিকের জন্য
আকাশের সেতারা ভালোবাসা,
যুদ্ধের ময়দানে  ঘোড়ার পিঠের
জীন-লাগাম যোদ্ধার ভালোবাসা,
কামারের জন্য জলন্ত আগুনের হাপর ভালোবাসা,
কুমোরের জন্য দলিত মাটির দলা ভালোবাসা,
পতিতা পল্লীর ঝিল্লি বসতিতে-
ভদ্র খদ্দের ভালোবাসা
ক্ষুধিত পাষাণের কাছে,
উচ্ছিষ্টই ভালোবাসা,
নিঃসন্তান মায়ের কাছে
সতীনের পুতই ভালোবাসা,
কবি ও কবিতার কাছে-
একটি শব্দও ভালোবাসা
একজন বক্তার কাছে-
একজন শ্রোতাও ভালোবাসা,
পুলিশের কাছে আসামী ভালোবাসা,
উকিলের কাছে মক্কেল,
বাটপারের কাছে বে-আক্কেল,
কুকুরের কাছে মনিব ভালোবাসা,
আমি আবারো আরেক বারের মত
ভালোবাসার কথাই বলছি।


আমি নগরে বন্দরে হাটে মাঠে-
চরাচরে যেসব ভালোবাসা আছে-
তার যোগফল মেলাতে পারিনি,
তবুও আরেকবারের মত আমি
ভালোবাসার কথাই বলছি,
আমি কথার পিঠে কথাকে ভালোবাসতে দেখেছি
মানুষের পিঠে মানবতা ভাসতে আমি দেখেছি।
ধর্মহীনের ধর্ম আমি দেখেছি,
আমি শেষবারের মত ভালোবাসার দাবি জানাচ্ছি,
আমি জনতার তরে শাসকের ভালোবাসা দেখছি না
তাইতো আবারো আমি ভালোবাসার কথাই বলছি।