---------
              


   আর কবে তবে কেঁপেকেঁপে উঠবে বল
    জালিমের তখত; সিংহখচিত আসন
রেলসড়কে আত্মাহুতি দেয় নির্যাতিতার  
                        স্বজন!


  আর কবে! আর কবে বল যুদ্ধ হবে
                 তবে ফরজ!
ধর্ষিতার আহাজারিতে দুলেদুলে ওঠে;
          খোদা তায়ালার আরশ!


লাশের মিছিলে মিছিলে সোনালী জীবন
               হচ্ছে কেমন বিরান!
    আর কবে বলো জেগে উঠবে তবে
           হে অরুণ খুনের তরুণ?
ঘুমাতে গিয়েও গুম হয়ে যায় মানুষ!
              মৃত্যুকে করে বরণ!


আর কবে শোনা যাবে বলো নিনাদ;
                গর্জন বিপ্লবীর          
মৃত্যুর শরীরে ঢুকতে বসেছে মানুষের
                শেষ অধিকার!


   রক্তের দরিয়াতে আগুন লাগবে;
           আর বল তবে কখন
   রক্তখেকো শাসকেরা করছে কেমন  
  হিমশীতল জনতার রক্ত আস্বাদন!