চোখের অশ্রু আজও খুন হয়ে ঝরে,
বাবা তুমি কই?
আসো না কেন বাবা মুছে দিতে আজ এই অশ্রুজল!
অঝোর ধারায় আজও ঝরে-----


মাথার উপরে আজ ছাতা নেই, নেই কোন ছায়া
মায়াহীন পৃথিবীটা কায়া বদলেছে কেমন!
তোমার অভাবে,
স্বভাবে মোর ঘোর উন্ন্যাসিকতা ভর করে রয়
ভাসি অশ্রু সাগরে-- তবুও
তুমি আসো না কেন বাবা মুছে দিতে এই অশ্রুজল!


তোমার হাতে হাত রেখে হেঁটেছি কত
বাবা মাইলে মাইল--
আজ একটু হেঁটেও কেন বাবা থেমে  যাই!
থমকে যাই কেন বাবা--
ঘুমের ঘোরেও কেন চমকে যাই!
ঘুম ভাঙে শুধু তোমাকে দেখা না দেখার বেদনায়
চোখের মোহনায় আবারও রক্ত অশ্রু এসে মেশে
তুমি আসো না কেন বাবা মুছে দিতে এই অশ্রুজল!