-         ----


   বাবা ঠিক আজ হতে একটি বছর আগে
   তুমি চলে গেলে স্পর্শের অনেক বাইরে
               সৃষ্টির অমোঘ নিয়মে
  সবাইকে যেতে হয় ; তুমিও গিয়েছো তাই?
     কেন রেখে গেলে শূণ্য এ ধরণীর বুকে
             তোমার ছোট্ট পাগলটারে!


      হৃদয়ের সরণিতে আজ ঢেউ ছলছল
        কলকল বইছে সীমারও উপরে
           ওপারে বসে  বাবা কিভাবে
      কিভাবে সইছো বাবা কিভাবে দেখছো
          তোমার পাগল আজ কী করে!


        স্মৃতির কবাটে দিতে চাই তালা
    কেবলই পিছুটান আর বাঁচার তাগিদে
   তোমার মায়ামাখা মুখ ভেসে  উঠে যবে
     উদ্দাম ঝড়ে থরথর কাঁপে মোর হিয়া
          কী দিয়া রুখিবো বলো তারে
ভেঙেচুরে যায় সকল স্মৃতির দুয়ার জানালা
        তালায় চাবিতে কি বলো ধরে?


    বাবা সেদিন থেকে একটি বছর ধরে
   প্রতিটি রাতের আঁধারে তোমার স্মৃতির চাদর
      আমায় কেমন আঁকড়ে আঁকড়ে ধরে


       আর কত দিন! কত দিন বাবা
        তুমি হীনা বাঁচবো বলো বাবা!
         তুমিহীন এ জগৎ সংসারে।