নির্লোভ সুযোগগুলো উড়ে গেছে
ক্রমাগত ইথারে,
সফলতার নির্জন পাংশুপ্রাসাদ
মিলায়েছে গহীন বালুচরে,
সুখের পায়রাটি পালিয়েছে খাঁচা ছেড়ে
খুব ভোরে।


চাঁদ কলঙ্ক বিলায় এইসব রাত্রির গহ্বরে,
রাত্রির কলঙ্ক লুকোয় শিশিরে স্নাত ভোরে,
দিনের কলঙ্ক পুড়ে ছাই হয় উত্তপ্ত দ্বিপ্রহরে।


এইসব ঘাতক মন, চাতক পাখির মতন,
ধ্বংস লীলার প্রতীক্ষায় থাকে--
আমি অযাচিত ভাবনায়, মেতে থাকি
ইতস্তত সময়ের ফাঁকে ফাঁকে,
মরুময় জীবনের খেরোখাতায় মৃত্যুরা
রঙহীন তুলিতে ধূসর বাসর আঁকে।


জীবন লুকাতে চায় জনমানবহীন
কোন এক ধ্বংসস্তুপে,
নিজেকে পোড়াবো না আর অজানা
কোনো মনস্তাপে,
বেদনার ছোরাদের লুকায়ে রাখবো না
আর আকিঞ্চন মনখাপে,


বেলোয়ারী স্বপ্নের পাহাড়ে, সন্তপর্ণে
বেয়ে উঠা স্বপ্নের সিঁড়ি গুনি,
অকৃতকার্য সময়ের হালখাতায় ব্যর্থতার
চশমায় পাওয়া নাপাওয়ার চিত্র বুনি,
পিনপতন নীরবতায় মৃত্যুর উঠোনে
হেঁটে যাওয়া যাত্রীদের পদধ্বনি শুনি।


আশাহত দিনগুলোর বাসনারা ভিড় করে
সকরুণ আঁখি নীরে,
ধীরে ধীরে যাপিত জীবনের লেলিহান
কামনারা পর্যুদস্তু  ঘুরেফিরে,
ব্যর্থ ঢেউরা বারে বারে আঁচড় কাটে
জীবনের সকল তীরে।