ঘুমের নৈরাজ্য জেঁকে বসে চোখেদের সংসারে
মেঘেদের ভবিষ্যতগুলো অবলীলায় ঝরে পড়ে
                                       কান্নার ভঙ্গিমায়
হঠাৎ
আবহসঙ্গীতের মত ছোটখোকা আওড়ায়
                           একটি তর্জনীর ইতিহাস----
ঘুটঘুটে অন্ধকারের বিপরীতে দাঁড়িয়ে যায়
                              একদল নিরীহ জোনাক
অতঃপর
ক্যালেন্ডারটি নদীর  মত দৌঁড়ায়------
দুঃস্বপ্নের মুদ্রাগুলো নেচে ওঠে নামে-বেনামে
আমি তখন
ডোমখানার বেওয়ারিশ বিষয়বস্তু হয়ে যাই----