অবশেষে আমাকেই আসতে হলো
যখন মাটির কবর ভেদিয়া
তবে শুনে রাখো বাংলার জনগণ
বিচার চাইতে আসি নি
জানতে এসেছি জানাতে এসেছি


শুনেছি তোমরা নাকি
এদেশের বুক থেকে
মুছে দিতে চাও আমাকে!
আমার নাম ও নিশান
শুনেছি মুছে দিবে নাকি
আমার থাকার ঘর কবরের স্থান!
মুছে দিতে চাও!
আমার রক্ত আমার ভক্ত
আমার পরিবার


বিচার চাইতে আসি নি
জানতে এসেছি জানাতে এসেছি


তবে শুনে রাখো হে বাংলার
জনগণ
যতদিন
যতদিন হবে এদেশের বুকে
স্বাধীনতা দিবস
বিজয় দিবসের উদযাপন
ততদিন
ঠিক ততদিন
কালুরঘাটের অক্ষয়-অদৃশ্য
বেতারকেন্দ্র থেকে ইথারে ভেসে আসবে
একটি ঘোষণা একটি নাম


বিচার চাইতে আসি নি
জানতে এসেছি জানাতে এসেছি
তবে শুনে রাখো বাংলার জনগণ


পরিবারের মায়া ছেড়ে
ক্ষ্যাপা বাউলের মত তেড়ে এসেছিলাম
জীবনের মায়া সাঙ্গ করে
আজ্রাইলের মুখোমুখি দাঁড়িয়ে
আমিই ঘোষণা করেছিলাম


বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ


নমাসের জীবনপণ সফর শেষে
দ্যাশ হলো স্বাধীন
আজ সে স্বাধীনতাকেই তোমরা
অবরুদ্ধ করেছো!
গণতন্ত্রকে রেখেছো অন্তরীণ?


অবশেষে আমাকেই আসতে হলো
যখন মাটির কবর ভেদিয়া
তবে শুনে রাখো বাংলার জনগণ
বিচার চাইতে আসি নি
জানতে এসেছি জানাতে এসেছি
আমার রক্ত আমার ভক্ত
আমার কবর আমার পরিবার
সবই মুছে ফ্যালো
বলো, একটি ঘোষণা একটি বিজয়
মুছবে কি দিয়া?


অবশেষে আমাকেই আসতে হলো
যখন মাটির কবর ভেদিয়া
তবে শুনে রাখো বাংলার জনগণ
পরাক্রমশালী
দখলদার হানাদার পাকসেনারা
যখন মুছতে পারে নি পিষতে পারে নি
তোমরাও আমাকে মুছতে
পারবে না পিষতে পারবে না
কোনো ক্ষমতা দিয়া ----


অবশেষে আমাকেই আসতে হলো
যখন মাটির কবর ভেদিয়া
বিচার চাইতে আসিনি
জানতে এসেছি জানাতে এসেছি
হ্যাঁ, আমিই
আমি মেজর জিয়া