মাননীয় হুজুর ধর্মাবতার
দোহাই আপনার এবার আমাকে বাঁচান
দয়াপরবশে আমাকে দিয়ে দিন অন্তত একটা মৃত্যুদণ্ড
দুদণ্ড ঘুম চাই আমি
চাই দুদণ্ড নিশ্চিন্ত আরাম---


শঙ্কাতাড়িত মনে বিবেকের দংশনে কতহাজার বার এভাবে আমাকে মরতে হবে প্রতিদিন
তারচে বরং কলমের খোঁচায় দিয়ে দিন
মৃত্যুদণ্ড;
ফাঁসির আদেশ কিংবা  মুণ্ডুপাতের হুকুম--


পরিচিত শঙ্কাগুলো হৃদয়ের গহীনে
কিরাতের ফলা হানে নিশিদিন
পৃথিবীর সকল পিতৃস্নেহের কসম
হিসেব নেই ঘুমাতে পারি না আজ কতদিন---


ঘুমাতেই গেলে যেন আমারই ছেলে
কলিজার বোঁটাটা ধরে
বাবা বাবা কাঁদছো কেন বলে
যেন আমারই মেয়েগুলোও বলে
আসবো আসছি বলে
বাবা তুমিও কি চলে যাবে ছলে
কৌশলে তুমিও কি হয়ে যাবে
ভুল তালাশের শিকার
কিংবা ছুতোনাতা ধরে
লুকিয়ে যাবে কি বাবা কালো কিংবা শ্বেত পর্দার আড়ালে


এইতো যেন আমারইতো দ্বারে
কালোসব
মৃত্যুর উৎসব টোকা দেয় বারেবারে
এইতো যেন ডোমেদের ঘরে
একদল শকুনির দল মজাভরে
আমাদেরই লাশের মিছিল ব্যবচ্ছেদ করে


এসব শঙ্কা আর সুতীক্ষ্ণ তীরের খোঁচায়
অবলীলায়
প্রতিদিন কতশতবার আমি মরি


শঙ্কাতাড়িত মনে বিবেকের দংশনে
কতহাজার বার এভাবে
আমাকে মরতে হবে প্রতিদিন


হুজুুর ধর্মাবতার বলি
কতদিন হবো আর ফ্যাকাশে
কাউয়্যাদের হেয়ালি ভুলের বলি


জানি এসব ভুলেদের প্রতিকার
অন্তত আপনার কাছে নেই আর
হয়তোবা
আপনার ঘাড়ের উপরে দুলছে
নির্বাসনের টিকিট
এমনও হতে পারে আবার
কাউয়্যাদের দোসররা
আপনার পকেটে গুজে দিয়েছে
নির্জন দ্বীপের পাসপোর্ট
কিংবা
ঘুটঘুটে অন্ধকারে কোরবানির গরুর মতন
আপনাকে ছুরি দেখায় রাজসিংহাসন


হয়তোবা ওরা বলেছে
আপনার তুলতুলে গালে ফুটিয়ে দেবে সব নির্মম হুল-
না না বলছি না
আপনাকে  ইস্যু করতে হবে ঐসব কাউয়্যাদের
ভুলের বিরুদ্ধে কোনো রুল---


না না
কোনো ঝুঁকিই আপনাকে আর নিতে হবে না
আমারতো চাই শুধু ঘুম---


আপনার হাতেপায়ে ধরি
কলমের খোঁচায় আমাকে দিয়ে দিন  
মৃত্যুদণ্ড;
ফাঁসির আদেশ কিংবা  মুণ্ডুপাতের হুকুম---


কোনো শুনানি আর্গুমেন্টের প্রয়োজন নেই আর
আমারতো বিচার চাই না চাই শুধু ঘুম-----