আর কি কোনো কবি আসবে না এ জনপদে?
আর কি কোনো কবিতা রচিত হবে না এ অভাগার দেশে?
যার প্রতিটি শ্লেষেভরা পদে পদে অঙ্কিত হবে সীমাহীন দ্রোহ,
তিরের শলাকার মত দ্রুতগামী হবে থামাতে পারবে না কেহ!


ভয়ের পাঁচিল ভেঙে ভেঙে কি ঝংকৃত হবে না ভয়হীন কোনো ছত্রের ঝংকার!
একটি কবিতা কিংবা একটি কাব্যগ্রন্থ কি ভেঙে দিতে পারে না শাসক নামক বেনিয়ার বাঙ্কার?


জন্মান্তরের সূত্রে ফিরে আসতে পারে না কি আরেকটা চাঁচাছোলা নজরুল!
অত্যাচারির মগজে মস্তকে ফোটাতে কি  পারে না বিষমাখা সব নির্মম হুল!


আরেকটি নব্য অগ্নিবীণা বিষের বাঁশী রচনা করার যোগ্যতা রাখে না কি কোনো কবি?
শব্দের খেলায় খেলায় এঁকে দিতে পারে না কি  রণতূর্যের ঘন ছবি?


পূবের আকাশে রীতি করে যদি উদিত হতে পারে  দিবাকর রবি,
রুটির দোকান কিংবা খাবারের ক্যান্টিনে জন্ম নিবে না কেন বিদ্রোহের প্রতিচ্ছবি!