আরেকটি ভাষণ চাই; তবে আরেকটি পুনরুত্থান
হোক এই জনপদে,
বরফের স্তুপের মত জমেথাকা সময়গুলো
আবার হিল্লোলিত হোক সশব্দে,
বিপ্লবের ছোঁয়ায় জেগে উঠুক প্রতিটি হৃদয়,
শত্রুর বুলেট-বেয়োনেট কামান বারুদের বিরুদ্ধে;
উদ্বেল হোক বিপ্লবীর একেকটি বজ্রমুষ্টি।


আরেকটি তীব্র আওয়াজ চাই;তবে আরেকটি দুরন্ত
কম্পন হোক এই ভূখণ্ডে,
বিপ্লবের দেয়ালে লেপ্টেথাকা দ্বিস্তর মরিচার প্রলেপমাখা খসে পড়ুক,
প্রতিটি কণ্ঠেকণ্ঠে ধ্বনিত হোক দাবানল;
জ্বলেপুড়ে অঙ্গার হোক ভয়ের পাহাড়।


আরেকটি ঝড় আসুক ;তবে আরেকটি উত্তাল তরঙ্গ
বয়ে যাক এই মাটিতে,
জমেথাকা স্যাঁতস্যাঁতে পাপগুলোসব ধুয়েমুছে যাক,
আজন্ম শুষ্ক প্রাণগুলোও জলের  ছিটেফোঁটা পাক,
স্পন্দিত হোক প্রতিটি জীবনের ছোটখাট কানাগলিও।


আরেকটি গান বাজুক; তবে আরেকটি সুর ভেসে আসুক এখানে,
প্রাণের জোয়ার উঠুক কবরে শ্মশানে;
কসমিক আলোয় নেচে উঠুক গহীন অন্ধকার;
প্রেমের সুতীক্ষ্ণ বাণ হানুক প্রতিটি তরুণ যুবার মনে মনে,
যুদ্ধের দামামায় প্রেমিকার বুকের ওড়না'ই হোক ;
প্রতিটি প্রেমিকের বিজয়খচিত আমামা।