যুগেযুগে আধিপত্যবাদ আর সাম্রাজ্যবাদী
শাসকদের নিরঙ্কুশ শোষণের প্রয়োজনে ;
তৈরী হয়েছিলো শাসিতের দাসত্ববলয়!
সবলদের সকল বাসনা চরিতার্থ করার মানসে
দুর্বলরা আবদ্ধ হয়েছিলো পরাধীনতার শৃঙ্খলে!


আমাদের স্বাধীনতা!
সেতো শতো বছরের লালিত স্বপ্ন
সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন সাল
পলাশীর প্রান্তর
শিরাজ, মিরজাফর
সিপাহী বিদ্রোহ
শরীয়ত উল্লাহ টিপু বীর
বাঁশেরকেল্লা তিতুমির
প্রীতিলতা সূর্যসেন
স্বপ্ন বাস্তবায়নের ক্রমযাত্রা


উনিশশো সাতচল্লিশ
উনিশশো বাহান্ন কী চুয়ান্ন
যুক্তফ্রন্ট কী ভাষা আন্দোলন
উনসত্তুরের গণঅভ্যুত্থান থেকে সত্তুরের নির্বাচন
জিন্নাহ ভুট্টো
আইউবখান থেকে ইয়াহিয়া খান
স্বাধীনতার একেকটি সোপান!


একাত্তুরের উত্তাল মার্চ
শেখ মুজিবর রহমান
একজন অভিসংবাদিত নেতা
একটি যুগান্তকারী মহাকাব্যিক ভাষণ


অপারেশন সার্চলাইট
জিয়াউর রহমান
একজন প্রদীপ্ত সৈনিকের তেজোদীপ্ত ঘোষণা
নয়মাসের অনন্ত ইতিহাস
লাখো শহীদের আত্মদান
রক্তের সাগরে ভর করে নেমে এসেছে
কাঙ্ক্ষিত বিজয়!


আবার শুরু হয়েছে
আবহমান কালের চলমান বিভক্তি
একদল শোষক আরেকদল শোষিত
সমাজ রাষ্ট্রের রন্ধ্রেরন্ধ্রে বয়ে যাচ্ছে দুটো শ্রেণি
ভাজন আর অভাজনে বিভাজিত হয়েছে  জনপদ
মুখে সাম্য গণতন্ত্র আর স্বাধীকারের বুলি
আওড়ানো একটি শিল্পসম্মত অভ্যাসে
পরিণত হলেও;
দুর্বল আর অধীনের রক্তচোষাই হলো
এখানকার অধিবাসী শাসক আর
সবলদের নিত্যাকার চর্চা


স্বাধীনতা তো আবদ্ধ হয়ে আছে
কেবল ইতিহাসের পাতা,লাল সবুজ পতাকা
আর ভূখণ্ডের সীমানায়
বছর বছর বিজয়দিবস এসে কেবল স্বাধীনতা আর এর গৌরবোজ্জ্বল ইতিহাসই মনে করিয়ে দিয়ে যায়
কার্যত স্বাধীনতা তো আগের মত এখনও বন্দী রয়েছে সবল আর আধিপত্যবাদীদের কব্জায়।