এইসব আঁধার রাতের কালো চাদরের কঠিন-
আদরে ঘুমিয়ে থাকা কষ্টগুলির-
উদরে আমি একদিন লুকাতে চেয়েছিলাম।

চেয়েছিলাম অবগুণ্ঠিত হয়ে কৌশলে-
কষ্টের পাকস্থলিতে এক ঘা বসিয়ে দিতে,
কষিয়ে চড়-থাপ্পড় কিল ঘুষি মেরে কষ্টের
হৃদপিণ্ডগুলি ছিন্ন-ভিন্ন করে দিতে----


এতদিন আমাকেই পুড়িয়ে খাওয়া কষ্টের
চৌদ্দগুষ্টি উদ্ধার করতে চেয়েছিলাম
কষ্টের আঁতুড়ে বসেই!
চেয়েছিলাম দিনে রাতে জমে থাকা-
কষ্টের পাওনাগুলি সুদাসলে চুকিয়ে দিতে।


চেয়েছিলাম কষ্টের অলিন্দ নিলয়ে
লুকিয়ে থাকা প্রাণ ভোমরাটাকে
জ্যান্ত গিলে খেতে----
কষ্টের বংশবধ করতে চেয়েছিলাম আমি
নির্বংশ কষ্টের আহাজারি শুনতে
চেয়েছিলাম সন্তপর্ণে,আপন কর্নে।


তা আর পারলাম কই!
আমি যে এক বোকার হদ্দ,বদ্ধ পাগল-
উন্মাদ এক ঢাল-তলোয়ারহীন জল্লাদ।
আমার অজান্তেই যে, কবে, কখন!
কষ্ট আমাকে গিলে খেয়েছে-----
আমি বুঝিনি, আমি টের পাইনি
আমি বুঝতে পারিনি, হ্যাঁ আসলেই
আমি বুঝতে পারিনি, বুঝতে পারিনি-----