ছেড়ে যাওয়ার মজাই আলাদা
আসলেই আলাদা! তাই না!
কত কিছু ছেড়েছুড়ে এই যে আমি-
এসেছি তোমাদের ভিড়ে,
আঁখি নীরে ভাসিলেও এক বন্য
উন্মাদনা, ছেড়ে আসার উন্মাদনা,
বুনো উন্মাদনা পেয়েছি রে!


ধীরে ধীরে এসব বুনো উন্মাদনার
নেশায় আমাকে গিলে খেলো,
এখন ছেড়ে যাওয়াই আমার কাজ;
আমি প্রতিদিন ছেড়ে যাই, ছেড়ে যেতে চাই---


যখন যেখানে যে ডালেই জড়াই
সে ডাল ছেড়ে ছেড়ে,
ছেড়ে যাওয়ার বুনো নেশা নেভাই,
এখন ছেড়ে যাবার তেমন কিছুই নেই।


এই যে মনের কোণে জমে থাকা
ব্যথাগুলোকে আমি অকবি;
তবুও কবিতার ভাষায় ছেড়ে দেই,
এখন এসব খুচরো ছেড়ে যাওয়া,
খুচরো উন্মাদনায় আর পোষায় না----
তাই আজ মোটাদাগে কিছু একটা ছেড়ে
যেতে চাই ---
আজ বড্ড সাধ জাগে মনে
জীবনের শেষ অবলম্বন, হতে পারে
মিটিমিটি, হতে পারে আকিঞ্চন।
এসব তথাকথিত কবিতাগুলোকেই
ছেড়ে গিয়ে ; ছেড়ে যাওয়ার চুড়ান্ত শখ মেটাই।


আমি আবারও নতুন করে শুরু থেকে
সবকিছু ছেড়েছুড়ে কবিতার বুকেই নেবো ঠাঁই!
তবুও আরেকবার চূড়ান্তরূপে ছেড়ে যাওয়ার
উন্মাদনায় নিজেকে মাতাতে চাই, ছেড়ে যেতে চাই
ছেড়ে যেতে চাই, ছেড়ে যেতে চাই