ছন্দের কবিরা বন্ধ করে দিতে চায়!
কবিতা কাব্যের ধারা,
উহাদের নিয়মের যাঁতাকলে পড়ে
কাব্যপাড়ায় নামিবে যে খরা।


ধরাবাঁধা নিয়মে রচা যায় ছন্দ ঠিকই
লিখা হয় কি কবিতা?


কবিতারা মনের কথা বলে,
চলে আপন খেয়ালে, দেয়ালে দেয়ালে
আঁকে মনকবিতা হৃদয়পদ্য,


গদ্যময় জীবনে পদ্যের ঝাঁকুনিতে
মিলেগো যদি  সুখসমাহার অনবদ্য।


মোর অলিন্দ নিলয়ে কবিতারা
অবাধে নাচে আর হাসে
শিশির কণারা যেমন ভাসে
সকালের দূর্বা ঘাসে


কবিতা আমার মন-মানসি
কবিতারে ভালোবাসি
কবিতায় সাজাই ঠাকুর দেবতা
ইশ্বর ভগবান আরতি নৈবেদ্য,


নৈবেদ্য আরতি সাজাতে--
ডাক্তার কবিরাজ পুরোহিত লাগে কি!
স্রষ্টায় জানে না? মোর কি আরাধ্য!