দাড়াও আরও কিছুটা ক্ষণ
যান্ত্রিকতার ঋণ শোধ হবেই একদিন
সমূলে নিংড়ে দেবো তার সকল অবদান
ময়দান হয়ে যাবে প্রযুক্তির অট্টালিকা দালান
সেদিন চুপিচুপি পালাবো সবুজের সাথে


কর্পোরেটের সাথেও চুকাবো লেনাদেনা
এখানে আর কোনো কালেও ফিরবো না


আরও কিছুটা বাকি আছে যন্ত্রের স্ক্রিপ্ট
লীন হয়ে যাবে সব স্ফিত অভিমান
কোনো একদিন নিথর ভোরে
কাছাকাছি হবে সুনীল আসমান
পরিচিত দৃশ্যের সাথে দেখবে নিশ্চয়  
আমাদের সব সহজাত প্রণয়
অনির্বাণের ভাটায় জ্বলতে জ্বলতে
আমিও হয়ে গেছি মেঘেদের মতো অমোঘ প্রকৃতি