আমার অস্তিত্ব
তুমি চিরতরে নিশ্চিহ্ন করে দিতে পারো
কিংবা
তোমার দৃষ্টির সুতীক্ষ্ণ ফলায় আমাকে করতে
পারো ক্ষতবিক্ষত
অথবা
ছলনায় হৃদয়ের মাঝখানটায় নখর বসিয়ে
একটানে বের করে নিতে পারো তাও


কোনো দিন
কোনো কারণে
কোনো খানেই কোনো প্রতিবাদ তৈরি হবে না


আমি যে দীর্ঘ ঊনচল্লিশটি বসন্ত ধরে
তোমাকে ভালোবাসার অপরাধে দণ্ডিত