(১)অন্তহীন পথ
       আজগর আলী


আমিতো তোমাকেই
চেয়েছিলাম, তুমি চেয়েছো সুখ,
বিনিময়ে তুমি আমাকেই
পেয়েছো, আমি পেয়েছি দুখ।


বিসুখে ভুগিতেছি আমি
পিঙ্গল চোখে মোর,
এখন কেবলই দেখে
ধ্বংস, গুনে মৃত্যুর প্রহর।


জীবনের দ্বিপ্রহরে শুনি
অজানা মায়ার ধ্বনি,
ভুলে গেছি দায় সব,ভুলেছি
আমি যে পৃথিবীর কাছে ঋণী।


তোমার চোখে আজ
কেবলই স্ফুলিঙ্গ ঝরে,
অভাবের পাহাড় বুকে
আমি কাঁপি থরে থরে।


প্রতিটি প্রহরে তোমার ঘৃণার
নির্যাস যেন জাহান্নামের জাক্কুম,
অাটপৌরে জীবনে আমার
বিষাদ সঙ্গী, থাকি আমি নির্ঘুম।


মরণের প্রতীক্ষায় অপেক্ষমান
এই যে লাইন ধরেছি!
এভাবেই উপেক্ষিত জীবনের
দায় শোধ করে দিবো ভেবেছি।


সিরিয়াল ক্রমিকেরও ভালাই
নাই, নাই দিন-তারিখের ঠিকানা,
খানাখন্দে ভরেছে  সব
মৃত্যুর পথও ফুরায় না।


-----------------------------------
------------------------------------


(২) স্বঘোষিত প্রহরী(রুবাইয়াত)
         -----  আজগর আলী
আমি অধিকার বঞ্চিত আজন্ম
অবহেলিত এক বনি আদম,


একপা এগোলে দু'পা পেছনে
টানে বঞ্চনা,স্তিমিত মোর কদম।


বেদম যন্ত্রণায় কাঁতরাচ্ছি
সদা,গুনছি মৃত্যুর করুণ প্রহর;


দ্বিপ্রহর রাত্রির নিশাচর যাত্রী,
আমি স্বঘোষিত নরাধম।