লাশেরা আগের মত কথা কয় না আর


পেন্ডুলামের অস্থির দুলুনিতে সময় যেভাবে বদলায়
সেভাবে বদলায় সময়ের সুরতহাল
বদলায় সময়ের আরসব গুণাগুণ---


যেমন;
রমজান এলেই
বেগুনের বাজারে দাউদাউ আগুন লাগে
তেমনই
সময়ের আগুনে পুড়ে যায় অনেক স্বপ্ন
তাসের ঘরের মত উড়ে যায় কত অধিকার---


একসময়তো
একজন নুরহোসেন
মিটিয়ে দিতো সময়ের যত চাওয়াপাওয়া আর প্রয়োজন


এখনতো
হাজারো চৌধুরি আলম-- লাখো ইলিয়াস আলী
খালিখালি হাওয়া হয়ে যায়

সভ্যতার জলসাঘরে-
বিপ্লব কেঁদে মরে


হতাশার খামে ভরে
জনতা চিঠি দেয় অলীকের ঠিক ঠিকানায়


ঢুকরে কেঁদে মরে সীমিত গণতন্ত্রও
উন্নয়নের জোয়ারে ভাসে দেশ
লাশেরা আগের মত কথা কয় না আর


চাওয়াপাওয়া


আমাকে যদি বল
কয়েকলাইনে দিতে হবে "তোমাকে" নিয়ে আমার চাওয়া পাওয়ার উদাহরণ----
তবে শোন আমার চাওয়াপাওয়ার কিঞ্চিৎ
উপাখ্যান---


বলছি না খালেদা জিয়ার মত
সুন্দরিরাই  আমার প্রথম পছন্দ---
বলছি না হেফাজতে ইসলামের মত শিথিল
হতে হবে প্রেমের ভাষা--


কিংবা চাই না আমি
জামায়াতে ইসলামের মত অসহায় কিংবা গম্ভীর-খাসা হোক আমাদের যোগাযোগ----


মনেপ্রাণে জানি
পল্লীবন্ধুর পল্টিবাজী মুছে দিতে পারে  
হৃদয়ের যত আয়োজন---


হয়তোবা ভেবে নিতে পার
এটা স্বৈরতন্ত্রের চাক্ষুস দালালি---


তবুও
আশ্বাস দাও যদি
হলফ করে সত্য কথাটা আজ বলি--


মাঝেমাঝে
ভালোবাসার সমীকরণে
ব্যাকরণহীন আওয়ামী উন্মাদনা বড্ড বেশি
প্রয়োজন!