হাজারও স্বপ্নের দাঁড় বেয়ে বেয়ে
কোটি জাগরণের ইতিবৃত্ত টেনে
শতাব্দীর প্রথম প্রহরে
এ আমি কোথায় এলাম আজ!


যেখানে দাঁড়িয়ে আছে দেবদারুসদৃশ
লাশেদের গুপ্ত হাহাকার
আবহ সঙ্গীতের মত ধ্বনিত হোচ্ছে
গিরিপাহাড়ের সমান অপমৃত্যুর  আর্তনাদ


যেখানে প্রতীক্ষায় থাকার কথা
সজীবের সব প্রাণ
সেখানে বুভুক্ষা তিমির মতন ছড়িয়ে
আছে অভাবের যত উপাখ্যান


এ কোন মৃত্যুউপত্যকার মাঝ বরাবর
দাঁড়িয়ে আছে আমার দেহ
সকলের চোখে জিঘাংসার উল্কি আঁকা
ছায়া নাই কোথাও


হাজারও প্রশ্নের সারাংশ কাঁধে
এ আমি ছুটলাম কোন দিকে
এ কোন অধিকার ফিরে পেলাম আবার
সবুজ হয়ে এলো ফিকে!