-----------


----তুমি রহমত, নিখিল শরবত
         মরুর ময়দানে--
      বিলালে একোন শিরাজি তুমি!
   অমৃত সুধা দিলে তৃষিত জনে,
   মৃত্যুর পয়গাম খেলছিলো অবিরাম
     তুমি মরুর পেয়ালাভরে
        আবে হায়াত বিলালে,
    বিলালের অাযানে তোমারইতো
      নাম, মুহাম্মাদুর রাসুলুল্লাহ
          অমৃত পয়গাম।
     অন্ধকুপেতে জ্বালিলে
       আলোর ফোয়ারা অবিরাম,
      ছড়ালে তুমি সবখানে নুরানি
        বাতির জ্যোতি ক্ষণে ক্ষণে,
      তুমি রহমত, নিখিল শরবত
            মরুর ময়দানে----


     অন্ধ যত হাঁটিছে অবিরত বন্ধ
    খোঁপেতে, চোখের আলো ফিরালে
      রাসুল তব নুরানী জ্যোতিতে
         তোমার শিরাজি পানে
           মাতাল বিলাল দলে
               কাফিরের তলে ,
        তোমার নুরের ঝলকানিতে
             হে রাসুল ওগো,
            খাব্বাব শান্তি খোঁজে
        জ্বলন্ত অঙ্গার, ফুটন্ত তেলে!
          খুবাইবও হতে রাজি
         বিদ্ধ, কাফিরের তীরে  
       চড়তে রাজি জালিমের শূলে।


      একোন প্রেম, একোন শিরাজি
       তুমি খাওয়ালে রাসুল ওগো
          শিরাজির লোভে
          সুমাইয়া প্রাণ দিলো
              আপনার মনে
       তুমি রহমত, নিখিল শরবত
               মরুর ময়দানে----


        ওমর কাটায় রাত
       প্রজাদের দুঃখে কাঁদে
       প্রভাত তক, পিঠে করে
          বিলায় আটার বস্তা
           বেদুঈন পল্লিতে,
           তোমার পেয়ালায়
         পান করে শিরাজি
          ওমর অমর হলো
         এই যে ধরণীতে।


         তোমার শিরাজির
          ফোয়ারা আজ তক
        বহমান এই ধরাধামে
     তুমি রহমত, নিখিল শরবত
         মরুর ময়দানে----