রুবাইয়াত ই আজগর আলী  ( #a)
        ------আজগর আলী
রচনাকাল ১১-১১-২০১৭খ্রীঃ


দ্রাক্ষারসে কী সুখ আছে ভাবছি আমি বসে বসে,
ডাকছে সাকী জোরছে আমায় খিল খিলিয়ে হেসে হেসে
মদিরাতে মজে আমি সাকীর চোখেই খুন হবো;
রবো আমি লাশ হয়ে আজ খাস জমীনের কচি ঘাসে।


রুবাইয়াত ই আজগর আলী (#b)
---আজগর আলী
রচনাকাল ১১-১১-২০১৭খ্রীঃ


আমিও এক রুবাই প্রেমিক,শ্রমিক হলাম দ্রাক্ষাকুঞ্জের,
দিনে রাতে পরিচর্যা, সাজসজ্জা ঐ আঙুর গাছের।
পান্থশালায় যাই না আমি জলসা জমাই আমার ঘরে;
থরে থরে পেয়ালা সব সাজিয়ে দেয় সাকীরা
মোর।


রুবাইয়াত ই আজগর আলী (#c)
-----------আজগর আলী
রচনাকাল ১১-১১-২০১৭খ্রীঃ


মদ খাই আমি তখন থেকে, যখন আমি সাত ক্লাসে,
খেতাম আমি একটু আধটু, পেতাম না তো ভর গ্লাসে।
দ্রাক্ষাকুঞ্জ বাড় বাড়ন্ত, এখন মদের অভাব নাই;
যা তা মদ খাই না আমি,এখন আমি ফার্স্ট ক্লাসে।


রুবাইয়াত ই আজগর আলী(#d)
-----------আজগর আলী
রচনাকাল ১১-১১-২০১৭খ্রীঃ


দালান কৌঠা আর অট্টালিকায় সবাই দেখি শান্তি খুঁজে,
আমার সাথী এই মদিরা পড়ে রই তাই দ্রাক্ষাকুঞ্জে।
যে যার পাগল, ভাঙে আগল হাসিল তারে করিতে ;
ঝুলিতে মোর মদের বোতল, সারাক্ষণ খাই হাররোজে।


রুবাইয়াত ই আজগর আলী(#e)
-------আজগর আলী


রচনাকাল ১১-১১-২০১৭খ্রীঃ


প্রাণ সখি দেখি একি! তোমার নধর অধর লাল,
ফুলে আছে টোল পড়েছে তোমার পেলব শীতল গাল।
জড়িয়ে ধরে গড়িয়ে পড়ে মেটাতে চাই বাসনা;
মদ মদিরায় মাতাল হই না তোমাতে হই বোসামাল।


রুবাইয়াত ই আজগর আলী(#f)
--আজগর আলী
রচনাকাল ১১-১১-২০১৭খ্রীঃ


জড়িয়ে যদি রাখিস মোরে তোর শীতল ঐ বাহুডোরে
শরাব সাকি চাই না আমি লুকাবো তোর অন্ধকারে,
দ্রাক্ষারসে মন ভরে না মন ভরে তোর প্রেমরসে;
বসে আছি তোরই আশে, ধরা দিয়ে তরা মোরে।


রুবাইয়াত ই আজগর আলী(#g)
------আজগর আলী
রচনাকাল ১১-১১-২০১৭খ্রীঃ


হুরপরীদের চাই না আমি চাই শুধু তোর ভালোবাসা,
হুরপরীদের রূপের চেয়ে তোর নধর ঐ অধর খাসা।
বাসা বেঁধে মন ভ্রোমরা, ভাসতে চায় তোর প্রেমসাগরে;
সাঁতার কেটে ডুবতে রাজি হোক না যতই সর্বনাশা।


রুবাইয়াত ই আজগর আলী (#h)
---আজগর আলী
রচনাকাল ১১-১১-২০১৭খ্রীঃ


এক জীবনে একজনই তুই সাত সত্তুরের কী দরকার,
এই জনমে শেষ হবে কী তোর সাগরের জলাধার।
আমায় শুধু নামতে দিস তুই তোর বাহারী সাগরে;
হাবুডুবু খেলেও একদিন শিখে নেব প্রেম সাঁতার।


রুবাইয়াত ই আজগর আলী( #I)
-----আজগর আলী


রচনাকাল ১১-১১-২০১৭খ্রীঃ


কত মদ খেলাম সখি তোমার মদের জুড়ি নাই,
শরাবান তহুরা ছেড়ে তোমারই মদ খেতে চাই।
অগ্নিগোলক ঘিরে আছে, মদ বোতলের চারি পাশ;
প্রাণ গেলেও পান করিবো পুড়ে নাহয় হলাম ছাই।


রুবাইয়াত ই আজগর আলী(#j)
-------আজগর আলী
রচনাকাল ১১-১১-২০১৭খ্রীঃ


তোমার পেলব ত্বকে ভাসে কয়েক গামলা দ্রাক্ষার রস,
সেই রসেরই মোহে তুমি কোরলে বুঝি আমায় বশ।
জেগে জেগে দেখি আমি দ্রাক্ষারসের কী বাহার;
যেমন তার সুমিষ্ট ঝাঁঝ তেমনই তার মাতাল সুবাস।


রুবাইয়াত ই আজগর আলী(#k)
-----আজগর আলী
রচনাকাল ১১-১১-২০১৭খ্রীঃ


কইগো সখি আছো নাকি বসে ঐ যমুনার ধার,
এক সোরাহি মদ এনেছি দেখবেকি তার কী বাহার?
এক চুমুকে খুলবে অন্তর হায়! দুই চুমুকেই মালামাল;
সকল চুমুক শেষ হলে পর খুলে যাবে স্বর্গদ্বার।