জমকালো কস্টিউমে সাজানো
রাতের গায়ে লাগানো প্রাইস ট্যাগটা
প্রতিরাতে জ্বলজ্বল করে,
নানান রকম মূল্যে রাত বিক্রি হয়
প্রতিদিনকার বাজারে।


সভ্যতার সুসভ্য নাগরিকেরাই
এর ক্রেতাসাধারণ,
মূল্য যতই হোক সভ্যতার-
সকল সুসভ্য নাগরিকেরা যারযার
সামর্থ অনুযায়ি রাতের মূল্য চুকায়।


কেউ টাকা দেয়, কেউ ডলার গুনে,
কেউবা পাউণ্ড আবার কেউবা পায় দিনারগুণে


কেউ কেউ আবার খুদ-কু্ঁড়া দিয়েও রাতের
মূল্য মেটাতে চায়!
তবুও রাতের ঠিকাদার,বেনিয়া-মহাজনেরা
কিছুই বলে না
কারণ ভাণ্ডে যখন যাহাই জমেনা কেন!
তারাতো আর রাতের পাওনা মেটায় না।