আমিও একটুকরো মনসুর হাল্লাজ
দুনিয়াকে ভেবে আমার বলো কী কাজ!


আমিতো স্বপ্নে তোমার আরশের কারুকাজ দেখি
তোমার নুরের তাজাল্লিতে দুচোখ করে মাখামাখি
রাখি তোমার করুণার বালিশে মাথা
অযথাই মোল্লা পুরোতের দল আমায় ভয় দেখায় কত
আমিতো তোমাতে মিশে সারাতে চাই হৃদয়ের যত ক্ষত