একবার অন্তত!
-----আজগর আলী
রচনাকাল ০৯-০৯-২০১৭ইংরেজী


হে যমদূত হে আজরাইল মৃত্যুর দূত
আমার দিকে দেখো একবার অন্তত---
স্রষ্টার কত আদেশ অমান্য
করে করে চলেছি অবিরাম অবিরত,
জাহান্নামের অনলে জ্বলিবো
এ কথাতো শুনছি কত হাজার বার শত শত
জাহান্নাম যে দুনিয়া মাঝেই রয়েছে
এর ঠিকানা কভু কেউ বলেনিতো!
দেখছি জাহান্নাম আজ ঘরের দরজায়
কড়া নাড়িছে সজোরে অবিরত।


হাবিয়া দোযখের আগুন হায়
এর'চে ভয়ঙ্কর বলো কত?


বাতচিত হলো অনেকইতো
এবার শুনো মোর পরামর্শ যত
কানে কানে বলছি শুনো
আর কত শত! কত শত! কত!!
লাশের মিছিলে আরাকান হবে
কম্পিত-প্রকম্পিত!
একবার স্রষ্টার আদেশ অমান্য করা যায়তো!
এক বারতো যায় অন্তত?
আরাকানের দিকে এসো না আর
তোমার হুকুমদাতা আদেশ করুক যত
আমাদের অবাধ্যতার ইতিহাস শুনাইবো আর কত!
হে যমদূত হে আজরাইল মৃত্যুর দূত
এক বার অবাধ্য হও তাঁর একবার অন্তত!