কাল রাতে এক ভয়াল স্বপ্নের মুখোমুখি হয়েছিলো আমার দুচোখ
দেখি চারদিকে তুমুল আহাজারি করছে
রাজ্যের শোক
এদিকে বিকট অট্টহাসিতে ফেটে পড়ছে
আমার পাটিভর্তি দাঁত
একি !
তাহলে কি আমি বিদ্রোহ ঘোষণা করলাম
পৃথিবীর বিরুদ্ধে!
নাকি আমি ভিনগ্রহের কোনো অযাচিত প্রাণী!
জানি না
হয়তোবা আমিই মূল অনুঘটক ছিলাম এইসব মাতমের


অথচ আমি ভুলেই গিয়েছিলাম;
এলিনা
দীর্ঘ একহাজার বছর পর
কিছুক্ষণ আগেই তুমি ছুঁয়ে দিয়েছিলে
আমার বিমূঢ় আত্মাকে


নিন্দুকেরা যা বলার বলুক
কিন্তু তুমিই বল
এলিনা
এতকাল তৃষিত থাকবার পর
জীবনের এমন স্পর্শেও!
কেউ কি উদযাপন করতে পারে
এইসব জাগতিক শোক!