হে বঙ্গবন্ধু শেখমুজিব ফিরে এসো তোমার স্বপ্নের বাংলাদেশে
আইয়ুব ভুট্টো ইয়াহিয়ার প্রেতাত্মারা কেমন রাজ করছে স্বপ্নভূমিতে তোমার; গণতন্ত্রীর বেশে


আরেকটি রেসকোর্স আরেকটি সাতই মার্চ তোমাকে ডাকছে এই জনপদে
দ্যাখো অকারণে তোমার ভায়েদের রক্ত ঝরছে অবিরত; লাঞ্ছিত জনতা বঞ্চিত পদেপদে


কেমন হিম শীতল বরফ হয়ে গেছে বীর বাঙ্গালীর তপ্ত রক্ত
বিপ্লবের পদচিহ্ন মুছে দিয়ে ছাত্রজনতা ইয়াবা মাদকে আসক্ত!
আরেকটি ভাষণ ডাকছে তোমাকে খুব করে
তোমার ভাষণের আঘাতে হিম রক্তরা ফুটে উঠবে আবার উৎরে উৎরে!


শোষণের নাগপাশ ভেঙে যাবে নির্ঘাত তোমার অঙ্গুলি হেলনে
শোষকের বংশ বধ হবেই তবে জেগে ওঠা নব্য জাগরণে


শহীদ জিয়া ফিরে এসো এই অভাগা জনপদে
স্বাধীন ভূখণ্ড তোমার  কেমন গিলে খাচ্ছে বন্ধু বেশে শত্রুশ্বাপদে
শাসক নামের জোঁকের দল কেমন ভেসে বেড়ায় জনতার রক্তনদে!


আজও কালুরঘাট কেমন তাকিয়ে রয়েছে তোমার প্রতীক্ষায়
রক্তের সমুদ্রে দাউদাউ আগুন লাগবে আরেকটি ঘোষণায়
আবার রাজপথ ছেয়ে যাবে মুক্তিকামী সিপাহী আর জনতায়