এসো ভালোবেসে হয়ে যাই খুন


---আজগর আলী
রচনাকাল ০৫/১২/২০১৭খ্রীঃ


সাগরের বুকে যেমন জলের কান্দন
আমার ভেতরে কান্দ তুমি সারাক্ষণ
এসো ভালোবেসে হয়ে যাই খুন
প্রেমের কান্দনে কান্দি মিলিয়া দুজন


এ কেমন আলো জ্বলে হৃদয়ের তলে
আমার সারাটি জ্বলে তোমারই অনলে
এসো ভালোবেসে হয়ে যাই খুন
নিভিয়ে দেই যত মনেরই আগুন


আকাশের চাঁন্দে যেমন জোছনা হাসে
তোমার মুখটি তেমন দুচোখে ভাসে
এসো ভালোবেসে হয়ে যাই খুন
চাঁন্দের আলোয় ভাসাই দুজনার মন


ভোরের ঘাসেতে যেমন শিশিরেরা বসে
তেমন তুমি আছো হৃদয়ের কানাচে
এসো ভালোবেসে হয়ে যাই খুন
নয়নে নয়ন মিলাই থাকি সারাক্ষণ


ভ্রমরের গুঞ্জন গোলাপের কাছে
আমার আমিতে তোমার পাপড়িরা নাচে
এসো ভালোবেসে হয়ে যাই খুন
মধুর মাধুরিতে বাঁন্ধি আপনার ভূবন।
আপঅঅনন ভূবন।


******************************


এ কেমন আলো জ্বলে
--আজগর আলী
রচনাকাল ০৫-১২-২০১৭খ্রীঃ


জীবনের বালুচরে এ কেমন ঘর
কেউ কেউ আপন তার কেউ হয় পর
বিষাদের সাথে করে কেউ সহবাস
কেউতো গড়ে তোলে  সুখের নিবাস


এ কোন খেলা চলে ভবের উপর
এ কেমন আলো জ্বলে হিয়ার ভিতর


জীবনের বালুচরে এ কেমন ঘর
কেউ কেউ আপন তার কেউ হয় পর
সাদাকালো কালোসাদা দুখেদের নীড়
রঙীন চোখেতে ঝরে বেদনার নীর
তবুও জীবন চলে থাকে নাতো স্থির
জীবন মৃত্যুর পাড়ে থাকে যে অধীর
এ কোন খেলা চলে ভবের উপর
এ কেমন আলো জ্বলে হিয়ার ভিতর


এ কোন দোলা চলে আশা নিরাশার
এ কেমন খেলা চলে জীবন কাটাবার
জীবনের বালুচরে এ কেমন ঘর
কেউ কেউ আপন তার কেউ হয় পর
সুখগুলো ওড়ে কেমন অসুখের বেশে
অসুখেরা বাসাবাঁধে সুখেদের দেশে


জীবন কেমন হয় অদল বদল
সুখ দুঃখরা করে জীবন বদল
এ কোন খেলা চলে ভবের উপর
এ কেমন আলো জ্বলে হিয়ার ভিতর