ত্রিশ লক্ষ শহীদ আর দু'লক্ষ নারীর-
ইজ্জতের বিনিময়ে কি
মাকে নয়!
মরাগরুই খরিদ করেছিলাম তবে!
একাত্তরের বাজার থেকে?


দেখি চারিদিকে হাজার হাজার শকুন
ঘিরে আছে!খাবলে খাচ্ছে আমার
মায়ের শব!
উৎসব চলছে দেখি এদের রঙ্গমঞ্চে
হার রোজ বিবস্ত্র করার উৎসব!
আমার মায়ের ইজ্জত এরা নিলামে-
তুলছে, দেখি মরেও রক্ষে নেই!
কী উৎসব চলছে! আজব!


পাক হায়েনাদের কবল থেকে-
কি দুর্নীতির ঠিকাদারি হাসিল-
করেছিলাম তবে! দেখি--
চারিদিকে দুর্নীতিবাজদেরই কলরব!
চালের গুদাম, আটার দামে
দেখি চলছে আজ দুর্নীতিরই মচ্ছব!


রক্তগঙ্গা পাড়ি দিয়ে তবে কি
অনাচার-অজাচার অার অবিচার
এনেছিলাম এই ভূখণ্ডে!
দিখণ্ডিত হচ্ছে বিচারের বাণী!
চলছে ধর্মাবতারের পিণ্ডি চটকানোর উৎসব!


ঊনসত্তর থেকে নব্বই
তবে কি শুধুই দুঃস্বপ্ন আজ?
আমার ভোট দেয় নেড়ি কুকুরের পাল
আমার স্বপ্ন নির্বাসনে পাঠিয়ে
একশত চুয়ান্নটা জারজ করে প্রসব!


বাহান্ন সালে জীবন দিয়েছিলো কেন
তবে সালাম, রফিক, বরকত!
বাংলা কে জংলায় পাঠিয়ে এরা করে
হিন্দি আর র‍্যাপ গানের মহোৎসব!


ভোটের অধিকার ভাতের অধিকার
বলে করছে নির্লজ্জতার কলবর!
ক্ষুধায় মরে বাসন্তিরা,দেখি
এরা বিলেতি কুকুর পালে --
খাওয়ায় ইরানী বিরানী কালিয়া
কোপ্তা সব।


ইজ্জতের লড়াইয়ে আমার বোনেরা
আজো হেরে যায় বারে বারে!
ধর্ষক পাষণ্ডরা উল্লাসে ফেটে পড়ে,
তবে ফিরিয়ে নাও যত বীরাঙ্গনার
খেতাব,
ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও-----