গ্ল্যাডিয়েটর
----আজগর আলী
রচনাকাল ০৯-০২-২০১৮খ্রিঃ


সর্বভুক ইউক্যালিপটাসের মত শীর্ষে থেকেও ;
আজ তোমাকে কতইনা নগণ্য দেখাচ্ছে
হে সুচতুর!
চেটেপুটে সব খেয়েও নিজেকে ফোটাতে
পারো নি সেভাবে।
হেন পদক তেন পদকে ভূষিত হয়েও ভুগো অভাবে!


রাত দিন এক হয়ে যায় তোমার হুকুমে!
বাঘাবাঘা চোর ডাকাত হার্মাদ পার পেয়ে
যায় তোমার রহমে!
দোদণ্ড প্রতাপ তোমার সর্বময়!
ক্ষমতায় হতে পারো তুমি অত্যাচারী রোমান সম্রাট!
এদিকে বিজয়ের হাসি হাসে;
মানুষের হৃদয় জয় করা গ্ল্যাডিয়েটর।


কান্না নয়
--আজগর আলী
রচনাকাল ১০-০২-২০১৮খ্রিঃ


শোনো নি? কান্নায় পুরুষকে মানায় না!
কান্না বেশির ভাগ নারীদের ছলনার হাতিয়ার!
তবুও কাঁদে না পুরুষ!
এই কথাও ঠিক নয়;
পুরষকে কাঁদতে হয় ভেতরে ভেতরে;
সবার অলক্ষ্যে
নয়নাশ্রু নয় বরং আগুন ঝরাতে হয়
দুচোখে।
প্রতিবাদ প্রতিরোধের প্রতিটি আওয়াজে
আওয়াজে মিশে থাকে পুরুষের কান্না!
বুলেট বেয়োনেটের সামনে নিজেকে সঁপে দেয়া পুরুষদের চোখেও;
জল আসে না কখনো।