সকালের শিশিরভোর থেকে
ধারকরা একরাশ পেলবতা
এখনও শোধ হয়নি,
শীতের নরম দুপুরের হাল্কা
গরম রোদগুলো ফ্রিতে পাওয়া গেলেও
কৃপণ বিকেলগুলো আর আগের মত
স্নিগ্ধতা ধার দিতে চায় না।


খেলাপি মন আমার আগের মত
ঋণের হিসেবও রাখে না,
সে এখন রুষ্ট বিধাতার সাথে
প্রকৃতির বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত।


বিধাতার অদালতে  দায়ের করা
প্রকৃতির মামলার কার্যক্রমও
স্থগিত করেছে দেবদূত আমলারা,
রাষ্ট্রযন্ত্রের মত বিধাতাও
আজকাল পক্ষপাত দোষে দুষ্ট।


সারমর্ম হলো বিধাতা আর
মানুষের যৌথরোষ থেকে
অসহায় প্রকৃতির মুক্তি মেলা
কেবল দুরহই নয় বরং
পুরোটাই অসম্ভব।


পরিস্থিতি আঁচ করতে
পেরেই চতুর প্রকৃতিও আজকাল
দুর্বিনীত সেজে নিজের মর্জিমত
স্বৈরাচারী আচরণে লিপ্ত।