যুদ্ধাহত চোখে শুধুই ভেসে বেড়ায়
কিলবিল গুপ্তচর----- মৌমাছির পাখনা--
লিটমাসে ক্রমাগত ছড়িয়ে পড়ে নিভৃত আহট--- কবিকৃর্তীর সকল অবিবৃত ভাবনা---


জেগে গেছে ফাগুনবৈরাগ আজ
মুুছে গেছে আমাদের সকল লালচে কামনা----
চুকেবুকে গেছে দিনান্তের হিসেবের খাতা
পুতুলের নাচ
মিটে গেছে আরসব অমীমাংসিত লেনাদেনা----


নিতান্ত লিলুয়া বাতাসে
একরাশ জোৎস্নালু প্রেম নিবে গেছে-
ধীরেধীরে অমানুষ হয়েছে সময়....
একাধারে একশতদিন আগুনবৃষ্টি --- আজ


ধুয়ে নিচ্ছে পৃথিবীর গোপন বেদনা ---
একটি স্পষ্ট ভাবনার ভেতর
বুঝিবা একটি ভারাক্রান্ত  দুর্গম নদী ---
সবকিছু লুটেরা আজ--
লুট করে ইতিহাস---- লুট করে প্রকৃতি ---
লুট করে প্রকৃত--- দুঃখ- সুখ-হাসি---
লুট করে তোমার আমার সকল সম্ভাবনা-
সকল ভঙ্গি--- আর আরসব সফল নিয়তি---