হে গ্রাম হে মাতৃজঠর আমার হে সবুজের কঙ্কাল করোটি
বড্ড অচেনা আজ তোমার ভারী মুখখানা
যেন দয়াহীন তোমার প্রকৃতি
কোথায় তোমার আদরস্পর্শ আজ কোথায়
তোমার প্রাকৃতিকসব প্রীতি
কে গায় তোমার দৃশ্যপটে এমন তালগোল পাকানো ধ্বংসযজ্ঞের এসব অপকৃতিস্থ গীতি
মনে কি পড়ে হে গ্রাম মা আমার মৃত্তিকাজননী মায়ের চেয়েও খুব বেশী
মুখরিত ছিলো তোমার কূল কোল বুক
ছিলো অবারিত সুখ আর ভালোবাসাবাসী


একদা তোমার দয়াদ্র হাতে ছুঁয়ে দিয়েছিলে
আমার কিশোর মুখ
তোমার সবুজ আভায় রাঙিয়েছিলে আমার
দুগাল চিবুক
এখন তোমাকে দেখলে মনে হয়
কোনো চিকিৎসাগারের বারান্দায় অচিকিৎস
পড়ে রয়েছো যেন তুমি
বন্ধ্যাত্ব মড়ক না কি কোনো বিরল অসুখে আজ ভুগছে তোমার ভূমি


হে আমার মা
আমার পিতার মা
পিতামহ প্রপিতামহের মা
একটু বলবে কি  আজ আমার কানে কানে
তোমার বুকের শাল অশ্বথ জারুল বৃক্ষের
মুখগুলো পড়ে কি তোমার মনে
কোথায় তোমার শরীরব্যাপি আসবুজ সে শ্যামলিমা
কোন সে আনাড়ি শিল্পী এঁকে দিয়েছে দুঃখ তোমার মুখে মেখে দিয়েছে কালিমা
আচ্ছা বলতে কী পারো কোথায়  তোমার সন্তান শতবর্ষী সে বট
কোন সে হার্মাদ বর্গী ডাকাতের দল বদলে দিয়েছে তোমার সবুজশ্যামলপট