কে হানে আলোর পিঠে অন্ধকারের তির সমাহার
অধীর কে আসে ধেয়ে
দুর্বোধ্য বাতাসসব কবরের ঐকতান নিয়ে
কে গায় মৃত্যুর সুরে ইস্রাফিলের গান
এরা কারা এস্রাজের ছেঁড়া তারের মতন
কফিনের পরমাত্মীয়ের সমান!


সেচ্ছায় কে যায়
হেঁটে হেঁটে মৃত্যুকুপের ঠিক কাছাকাছি
কে করে ভিনদেশি ঢঙয়ে
পাথরের মতন গড়গড়া কুলকুচি
কে ডাকে পাহাড়ের পাদদেশে লাশেদের সমাবেশ
মানুষের মগজ নিয়ে এরা কারা  চিরনিরুদ্দেশ!


আবার কারা উৎসব করে সম্ভাব্য বিনাশের
কারাইবা কোরছে দাবি আমরাইতো ছিলাম অতীত;
বর্তমান মানুষের


কে করে চিৎকারের মতন
নির্ভুল হাহাকার
আত্নবিশ্বাসের স্বরে বারবার
কে বলে আমাদেরতো প্রিয় হলুদ অরণ্য লাল অন্ধকার


আবহ সঙ্গীতের মত কেইবা বলে ডেকে
ঐ ঐতো রাহবার
ভয় নাই ভয় নাই আর
এইতো আমরাও ঠিক পৌঁছে গেছি
হলুদ অরণ্য লাল অন্ধকার পেরিয়ে শেষ লক্ষ্যে;
মৃত্যুর ঠিকানা বরাবর